If the whole world is against Shri Ram, we are against the whole world.
- Just Another Bangladeshi
- Feb 22, 2015
- 1 min read
তিনি কোন সাধারণ কেউ নন,তিনি নরোত্তম,সকল মানবের মধ্যে তিনি শ্রেষ্ঠ।তিনি এমন একজন মানুষ "যো নরঃ স্বমিত্রোপি উদারেত দোষম", শত্রুও তাঁর সম্বন্ধে পরোক্ষভাবেও কখনো বদনাম করতনা।তিনি দেবকল্প,"রিপুনাম অপি বৎসলম" -শত্রুর প্রতিও যিনি বাৎসল্যপূর্ণ ছিলেন।তিনি "কৃতন্তেস্য"-যমের ন্যায় অন্যায়ের সংহারকারী।আমরা সেই কিংবদন্তীর কথা আজ বলতে এসেছি। তাঁর বুকে ছিল রক্তজবার অসংখ্য ক্ষত,আজীবন সেই ক্ষত নিয়েও যিনি সবসময় সত্যের কথা বলতেন,রক্তের লালে বিদ্ধ হয়েও যিনি সর্বদা ধর্মের ও ধৈর্যের কথা বলতেন।তিনি বিতাড়িত হয়েছিলেন ঐশ্বর্য থেকে,বঞ্চিত হয়েছিলেন সুখ থেকে,কেড়ে নেয়া হয়েছিল স্ত্রী, ধন,নিদ্রা।কিন্তু এতকিছুর পরেও তিনি এতটুকু বিচলিত হননি।যিনি চরম বিপদে,অসম্ভব কষ্টেও নিজের চরিত্রকে সমুন্নত রাখেন তিনিই প্রকৃত চরিত্রবান।

তাঁর জন্মতিথি আজ ২ রা এপ্রিল।এবারেও বাংলাদেশ অগ্নিবীরের বিশাল আয়োজন ছিল তাঁকে নিয়ে,এই দিনটি সবসময় আমাদের প্রাণের উৎসব ছিল,আছে,থাকবে।কিন্তু এবারের পরিবর্তিত জরুরী অবস্থায় তা আর সম্ভব হলনা।তাঁর জন্মতিথি এবার আমরা গবেষণাধর্মী বিশেষ আর্টিকেল ও ভিডিও প্রকাশের মাধ্যমে পালন করব।তিনি মর্যাদা পুরুষোত্তম, সকলের মধ্যে শ্রেষ্ঠ, যার তুলনা কেবল তিনি নিজেই।বাংলাদেশ অগ্নিবীরের পক্ষ থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিনে সকল সনাতনী ভাইবোনদের জানাচ্ছি রামনবমীর শুভেচ্ছা।
নির্মনুষ্যাম্ ইমাম সর্বাম্ অযোধ্যাম্ মনুজ ঋষভ। করিষ্যামি শরঅঃ তীক্ষণঃ যদি স্থাস্যতি বিপ্রিযে।।
হে রাম,নরের মধ্যে ঋষভ তথা শ্রেষ্ঠ!সমগ্র জগৎ যদি তোমার বিরুদ্ধে যায় আমি এই সমগ্র জগতকেই লোকশূন্য করে দেব।
Comentários