অধিকাংশের রাজনৈতিক প্রজ্ঞা প্রাথমিক লেভেলেই থেমে থাকে !
- Just Another Bangladeshi
- May 15, 2019
- 1 min read

বাংলাদেশের বেশীরভাগ মানুষের পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয় মুলত বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। তখনই সে মতবাদ, আদর্শবাদ, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির সাথে পরিচিত হয়। এই পরিচিতি গড়ে ওঠে ছাত্র সংগঠন গুলোর নেতাদের হাত ধরে। তাও বেশীরভাগ শুনে শুনে। আমাদের সময় এই ছাত্র সংগঠন গুলো ছিল মুলত বাম ঘরানার। আর তাই আমাদের প্রজন্মের পলিটিক্যাল ওরিয়েন্টেশন হয়েছে ষাটের দশকের কমিউনিস্ট ডিসকৌর্স এর প্রাইমারি নলেইজ থেকে।
বলাই বাহুল্য আমাদের অধিকাংশের রাজনৈতিক প্রজ্ঞা ওই প্রাথমিক লেভেলেই থেমে থাকে। এই জ্ঞান নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করা যায় কিন্তু জটিল বিশ্ব রাজনীতির কিছুই জানা যায়না। বেশির ভাগ ক্ষেত্রেই উল্টো ধারণা দিয়ে বিশ্লেষণের বিপদ তৈরি হয়।
সত্যিকার অর্থেই যদি আমরা যদি অগ্রসর আলাপ করতে চাই, বিশ্ব রাজনীতি, এমনকি আমার আপনার নিজের রাজনীতি বুঝতে চাই, কন্ট্রিবিউট করতে চাই তাহলে আমাদের ছাত্র জীবনের সব শেখাকে আন লার্ন করতে হবে। নতুন করে শিখতে হবে সব কিছু।
প্রাইমারি এডুকেশন দিয়ে গ্রাজুয়েট লেভেলের প্রব্লেম আমরা বুঝতেও পারবো না সলভ ও করতে পারবো না।
Comments