কালো জাদু ফার্জিয়ার গল্পঃ ১ম পর্ব
(এক গর্ভবতী স্ত্রী তার পেটের বাচ্চাকে ব্যাবহার করে কালোজাদু করার গল্প)
-আপনি আমায় যা বলবেন বাবা আমি অক্ষরে অক্ষরে পালন করবো।
-আমি যা করতে বলবো পারবি তো?
-হ্যাঁ বাবা।আপনি একবার আদেশ করুন আমায়।
-ভেবে দেখ।এরপর কিন্তু আর নিজের কথা ফেরাতে পারবি না।
-ঠিক আছে ফকির
বাবা।
-তোর গর্ভের সন্তানের বয়স কত?
-কেন বাবা?
-আমি যে প্রশ্নটা করেছি তার উত্তর দে।
-সাত মাস ।বাবা।
-তুই যাকে কালোজাদু করতে চাইছিস তার জন্য এই সন্তানটার প্রয়োজন হবে যে।
কথাটা শুনে ফার্জিয়া যেন আঁতকে ওঠে।
কাঁপা কাঁপা গলায় ফকির বাবা রাহমান সাহেবকে বলে উঠলো।
-আপনার কথা বুঝতে পারছি না আমি বাবা।
-তুই যদি নিজের কাজের নিশ্চিত সাফল্য চাস তবে এই সাত মাসের গর্ভটাকে যে ব্যবহার করতে হবে তোর।
-কিন্তু ফকির বাবা এটা যে আমার সন্তান।আর আমার গর্ভের সন্তানকে আপনি কাজে ব্যবহার কিকরে করবেন?
-সেটা আমার ওপর ছেড়ে দে।আগে বল তুই রাজি কিনা। ফার্জিয়া মাথা নিচু করে বসে থাকে কিছুক্ষন।তারপর ফকির বাবা রাহমান সাহেবকে কিছু একটা বলতে যাবে সে.
Comments