top of page

চকরিয়ায় মেম্বারের নেতৃত্বে শতবর্ষী শ্মশান দখলের চেষ্টা, আহত ৭

কক্সবাজার চকরিয়ায় হিন্দু সামপ্রদায়িক শতবর্ষী মহাশ্মশান ৬ নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম নেতৃত্বে দখলের চেষ্টায় বাঁধা দেওয়া সন্ত্রাসীদের হামলায় নারী পুরুষ সহ সাতজন আহত হয়েছেন।



মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোজাখালী জলদাসপাড়ার হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, কালা বাশি দাশ (৭৫) পিতা মৃত লবাচরন দাশ,অরুন দাশ (৪৫) পিতা মৃত সতিশ দাশ, পুরন্জন দাশ (৩৪) পিতা রাখাল দাশ, রিদুল পাল (২৪) পিতা মৃত ভূবন পাল,লিটন দাশ (১৩) পিতা লক্ষী দাশ সহ আরো ৫ জন আহত হয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোজাখালী মৌজার বি.এস ১নং খতিয়ানে ৮৫৬ দাগের ১.৬৮ একক ভূমি বিভাগে ভূমি ছিল। উক্তি ভূমিটি হিন্দু সামপ্রদায়িক শতবর্ষী মহাশ্মশান ব্যবহার করে আসছিল। ফলশ্রুতিতে উক্ত জায়গায় মহাশ্মশানটি সরকারি বর্নিত ১নং রুপান্তর করা হয়েছে। এলাকায় লোকজন সার্বিক সহযোগিতা মহাশ্মশানটি সীমানা দেওয়াল দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে পাশ্ববর্তী ৬নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম রাশেল (২৮) নেতৃত্বে শহিদুল ইসলাম (৪৫) মোঃ জাবেদ (৩০) মোঃ আরমান (৩০) শাহাব উদ্দিন (৩০) আবদুল হক (২৭) মোঃ সালাউদ্দিন (২৮) জাহেদ (২৭) সহ আরো অজ্ঞতানামা ১৫/২০ জন গ্যাং নিয়ে শতবর্ষী মহাশ্মশান দখলের চেষ্টা চালান। খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা দেয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে নারী- পুরুষ সহ গুরুত্ব আহত হন।

হামলার আহত পুলিন সাধু জানান, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম রাসেল কয়েকবার আমাদের কাছে শ্মশানের জায়গা নিয়ে চাঁদাদাবী করছেন। চাঁদা না দেওয়া ২৮ এপ্রিল মঙ্গলবার হিন্দু ধর্মীয় মহাশ্মশানে জায়গায় দখলের চেষ্টা করেন। হিন্দু সামপ্রদায়িক লোক জন বাধা দিতে গিলে অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। শ্মশানের জায়গা দখলের হামলা কারীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার দাখিল করেন।

9 תגובות


Suprotip Sen
Suprotip Sen
24 באוג׳ 2020

ধন্যবাদ দাদা এসব অত্যাচারের ঘটনাগুলো তুলে ধরার জন্য

לייק

Monir Alom
Monir Alom
24 באוג׳ 2020

তবুও বর্তমান সরকারের কারণে হিন্দুরা একটু শান্তিতে বসবাস করছে ।

לייק

Dilshad Ara
Dilshad Ara
24 באוג׳ 2020

সরকারের এদের বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়া প্রয়োজন তাহলে যদি এসব অন্যায় অত্যাচার গুলো বন্ধ হয়

לייק

Ferdush Islam
Ferdush Islam
24 באוג׳ 2020

দেরকে চরম শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত

לייק

Tusi Saha
Tusi Saha
24 באוג׳ 2020

কবে যে শয়তানগুলো শাস্তি পাবে সে অপেক্ষায় আছি

לייק
Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
lgbt-bangladesh.png
click here.gif

Click Here to Get  E-Books

bottom of page