top of page

জীবনে আশা হারিয়ে ফেলেছেন? মানুষ আপনাকে ঘৃনা করছে?





মহাভারতের একটি বানী শুনুন,

জীবনকে পাল্টে দিন।তার আগে

ভগবানে বিশ্বাস রাখুন।জীবনে মানুষ

আপনাকে অনেক কিছুই বলবে। হয়তবা

আপনার সময় খারথবে তখন তবে

আশা হারাবেন না। ধৈর্য্য ধারন করুন।

দেখিয়ে দেবার সময় একদিন আপনার ও

আসবে। শুধু ভগবানে বিশ্বাস রাখুন।

জয় শ্রীকৃষ্ণ।

.

রাজসভায় উপস্থিত সকল পুরুষদের

দ্বারা চরম অপমানিত ও লাঞ্চিত হবার পর

দ্রোপদী যখন ইদ্রপ্রস্তে রুদ্ধ দ্বারে নিজকে বন্ধী

করেছিলেন তখন বাসুদেব শ্রী কৃষ্ণ দ্রোপদীকে যে

সকল বানী দিয়ে উদ্দিপ্ত করেছিলেন সেই সব

উক্তি ধ্বংস হয়ে যাওয়া মনের মানুষকে জাগিয়ে

তুলতে শ্রেষ্ঠ বানী বলে আমার মনে হয়েছে।

--

শ্রী কৃষ্ণ সখী দ্রৌপদীকে বলছেনঃ

সখী, নদীর জলে স্নান করে সকলের

পাপ মোচন হয়, কিন্তু নদী কখনো পাপ যুক্ত হয় না

এতে। অধর্ম ও পাপ করেছে কুরুরা তুমি কেন

নিজেকে

পীড়ায় আচ্ছন্ন করে রেখেছ সখী?

নদীতে ময়লা

পড়লে সেই ময়লা নদী সমুদ্রের সাথে

মিশিয়ে

দিয়ে নিজে নির্মল থাকে। সকলকে

ক্ষমা করে

দাও এবং নিজের সকল দুঃখকে

পরমাত্মার সাথে

একিভুত করে নিজেকে গ্লানি মুক্ত

কর।

প্রতিশোধ কখনো ধর্ম হতে পারে না,

প্রতিশোধ

হলো অধার্মিকের অধর্ম। তুমি নিজের

কথা ভাবছ

সখী ? এক বার ভেবে দেখ চক্রবর্ত্তী

সম্রাটের

রানী হয়ে তোমার যদি এই পরিনতি

হয় তবে

সাধারণ স্ত্রী লোকের কি পরিনতি

হবে ওদের

হাতে? শুধু নিজের কথা ভেবোনা

সখী,

সংসারের কথা ভাব। নিজের পীড়ায়

আবদ্ধ হলে

মানুষ শক্তি হীন হয়ে পরে, আর

বিশ্বসংসারের

সকলের পীড়ার কথা মনে করলে মানুষ

শক্তিশালী হয়ে উঠে। নিজের পীড়া

দ্বারা

বিশ্বসংসারের পীড়াকে অনুভব কর

সখী।

দুর্যধনকে ক্ষমা করে দাও সখী, তোমার

ক্ষমাই

হবে ওর বিনাসের প্রথম পদক্ষেপ।

ভগবান শ্রী কৃষ্ণের লীলা বলতে তাঁর

পদক্ষেপকেই বুঝি। তাঁর লীলা বা

পদক্ষেপ গুলি

এতোটাই শুদ্ধ ও পবিত্র ও যুক্তি যুক্ত যে

তাঁকে

ভাগবান না ভেবে থাকা সম্ভব নয়।

নররূপী

নারায়ণ তিনি, তিনি ভক্তের বন্ধু ও

সখা কৃষ্ণ।

অধার্মিক, আধা ধার্মিক, অতি

আধুনিক,

অবিশ্বাসী, বস্তুবাদী,

মানবতাবাদীদের বলছি

এমন উদার বানীর একটা উদাহরণ

আপনাদের

অবিশ্বাসের ভাণ্ডার থেকে বের

করে দিন !!! ===

যদি না পারেন তবে ধনরুপী ধন

ভাণ্ডার

সনাতনকে চর্চা করুন এবং শ্রদ্ধা করুন।

না জেনে

বা চর্চা না করে আমি মানিনা এই

ধারণাকে শুধু

মাত্র অথর্বের প্রলাপ বলা ছাড়া আর

কিছুই বলা

যায় না।

ঈশ্বর সকলের মঙ্গল করুন।

. হরেকৃষ্ণ🙏


জয় শ্রী কৃষ্ণ

9 comentarios


Shonna Sen
Shonna Sen
26 ago 2020

অসংখ্য ধন্যবাদ এমন আরো ভালো ভালো পোস্ট করুন এই প্রত্যাশা রইল ।

Me gusta

khurshed
khurshed
26 ago 2020

জয় রাধে জয় কৃষ্ণ ….

Me gusta

Junaki 90
Junaki 90
26 ago 2020

জয় শ্রীকৃষ্ণের জয় ।

Me gusta

Junaki 90
Junaki 90
26 ago 2020

জয় শ্রীকৃষ্ণের জয় ।

Me gusta

Kanchon Dev
Kanchon Dev
26 ago 2020

ধন্যবাদ শ্রীকৃষ্ণের বাণী গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ।

Me gusta
Enjoy
Free
E-Books
on
Just Another Bangladeshi
By
Famous Writers, Scientists, and Philosophers 
click here.gif
lgbt-bangladesh.png
click here.gif

Click Here to Get  E-Books

bottom of page