জামাতে ইসলামী কি মৌলবাদী?
- Just Another Bangladeshi
- Oct 29, 2017
- 1 min read

গতকালের মৌলবাদের সংজ্ঞা সম্পর্কে আলোচনায় মৌলবাদের সংজ্ঞা দিয়ে এটা পরিস্কার করার চেষ্টা করেছি যে, মৌলবাদের জন্য অপজিশনে একটা “মর্ডানিস্ট থিওলজি” থাকতে হবে। মৌলবাদী হয়ে উঠতে হলে মর্ডানিস্ট থিওলজির বিরোধিতা করতে হবে।
জামাতে ইসলামীকে যারা মৌলবাদী বলেন তাঁদেরকেই দেখিয়ে দিতে হবে জামাত কোন মর্ডানিস্ট ইসলামিক থিওলজির বিরোধিতা করছে। দেখিয়ে দিন, জামাতকে মৌলবাদী বলে মেনে নেব।
যে কোন মতাদর্শে একাট্টা বিশ্বাসকে মৌলবাদ বলা যায় কি? ধরুন মার্ক্সবাদ। না জায়না, যদিনা আমরা জর্জ মার্সডেনের দেয়া মৌলবাদের সংজ্ঞার বিপরীতে আর কোনসংজ্ঞা হাজির করতে না পারি। আর মার্ক্সবাদকে পৃথিবীর কেউ “ধর্ম” হিসেবে চিহ্নিত করেনি।
コメント