দ্বীন ই ইলাহী
- Just Another Bangladeshi
- Dec 23, 2013
- 1 min read
সম্রাট আকবর দ্বীন ই ইলাহী ধর্ম প্রবর্তন করলে খৃস্টান পাদ্রীরা মনে করলেন, সম্রাট খৃস্টান হয়ে গেছেন। ফলে খৃস্টান পাদ্রীরা সম্রাটের দরবারে যাতায়াত শুরু করলেন। এই দিকে মুল্লারা ভাবলেন খৃস্টানরা দলে ভিড়িয়ে নিচ্ছে সম্রাট আকবরকে। এটা মেনে নেয়া যায় না। কয়জন মুল্লা ফন্দি এঁটে সম্রাটের দরবারে হাজির হলেন। সম্রাটের সাথে দেখা করে মুল্লারা সম্রাট আকবরকে পরামর্শ দিলেন, একমাত্র ইসলামই হলো আল্লার মনোনীত ধর্ম, সত্য ধর্ম, বাকিগুলো সব মিথ্যা। আপনি খৃস্টান পাদ্রীদের বাইবেল বুকে নিয়ে আগুনের উপর দিয়ে হেঁটে যেতে বলবেন, যদি আগুন ওদের স্পর্শ না করে তাহলে বুঝবেন খৃস্টান ধর্ম সত্য ধর্ম। মুল্লাদের কথা শেষ হলে সম্রাট বললেন, ঠিকাছে অত তারিখে এটার আয়োজন করা হবে সেখানে আপনাদেরও উপস্থিত থাকতে হবে। মুল্লারা আহলাদে গদগদ হয়ে জি জাহাপনা, জি জাহাপনা বলে বিদায় নিলেন।

নির্ধারিত তারিখে দরবারে আগুন জ্বালিয়ে খৃস্টান পাদ্রীদের বলা হলো, আপনারা বুকে বাইবেল নিয়ে আগুনের ভিতর দিয়ে হেঁটে যান। এই কথা শুনে খৃস্টান পাদ্রীরা নিঃশব্দে দরবার ত্যাগ করলেন। এবার সম্রাট আকবর, মুল্লাদের বললেন, তোমরা এবার কোরান বুকে নিয়ে আগুনের ভিতর দিয়ে হেঁটে যাও। অনেক অনুনয়-বিনয় করে, সম্রাটের পায়ে ধরে মাপ চেয়ে মুল্লারা সে যাত্রায় রেহাই পেয়েছিলেন। আসলে কোনো ধর্ম, কোনো ঈশ্বর কখনও কাউকে রক্ষা করতে পারে না, কারো ভালো-মন্দ করতে পারে না। এই ডিজিটাল যুগেও যখন কোনো ব্যাংকের কাউন্টারে ঝুলানো দেখি করোনা ভাইরাস থেকে মুক্তি পাবার দোয়া, তখন ইচ্ছা হয় ওই ব্যাংক কর্মকর্তার শিক্ষা সনদে গড়গড় করে বোমি করে দিই।
Comments