পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া খেলার জায়গাটি হলো প্রেমের মধ্যে
- Just Another Bangladeshi
- Nov 20, 2017
- 1 min read
প্রেমের যেমন প্রতারণা থাকে, জুয়া খেলায় অনেক ক্ষেত্রে প্রতারণা হয়ে থাকে, প্রেমের মধ্যে বিশ্বাস বলে কথাগুলি যেমন পরিচিত। জুয়া খেলার মধ্যে বিশ্বাস বলে কথা কথাগুলি তেমনি পরিচিত।
অনেকক্ষেত্রে অদৃশ্য ভাগ্যের উপরে নির্ভর করতে হয় মূলত ভাগ্য বলে কিছু নেই।
আসলে মানুষকে যখন বিমান থেকে ফেলে দেওয়া হয় তখন মানুষ কোন কিছু না থাকা শর্তেও কোন বস্তুকে ধরার জন্য হাত ছড়াছড়ি করেন
(এরকম একটি ব্যাপারকে ভাগ্য বলা হয় অথবা আমরা ভাগ্য বলি)
তখন আমরা অসহায়ের মতো ভাগ্যের উপরে নির্ভর করি।
প্রেমে প্রতারণা আছে, থাকবে যে ব্যক্তি প্রেম করে সে বুঝে শুনে এসমস্ত বিশ্বাসের খপ্পরে পড়না।
যে জুয়া খেলে সে জানেনা সে হেরে যাবে। যে ব্যক্তি প্রেম করেন তারাও জানেনা সে প্রতারিত হবে অথবা হেরে যাবে।
তাই প্রেম জুয়ার মতো একটি বিশ্বাসে খেলা।
এখানেও কল্পনায় অনেক দালানকোঠা অট্টালিকা তৈয়ার করে করে দেওয়া হয়, প্রেমিক-প্রেমিকাকে দুইজনেই প্রতারণা করতে পারে,অর্থাৎ উভয় পক্ষ থেকেই প্রতারণার ফাঁদ থাকতে পারে।
তাই জুয়া খেলা লাভবান হতে পারে, প্রতারিত অথবা লোকসান হতে পারে। তাই প্রেমের সাকসেস অথবা সুফল বয়ে আসতে পারে অথবা দুর্ঘটনা প্রতারিত উভয় ফল সম্ভাবনা থাকে। অর্থাৎ জুয়া খেলার মতই একটি খেলা প্রেম।
পৃথিবী মানুষ যত দিন থাকবে জুয়াখেলা ততদিন থাকবে, প্রেম-ভালোবাসাও ততদিন প্রতারক প্রেমিক প্রেমিকা ততদিন থাকবে,লাভ-লোকসানের ভালোবাসা ততদিন থাকবে।
তাই যারা প্রেম করেন এটা জুয়া খেলার মতই একটি খেলা মনে রাখবেন।
আলোচনায় যুক্তি প্রিয় মোহাম্মদ ইমরান হোসেন।
Comments