প্রতিটি মানুষের ভেতরে একটা ভালো মানুষ আছে
বাসে মোহাম্মদপুর থেকে শাহবাগ যাচ্ছি। সুপারভাইজার ভাড়া চাইতে এলো। ওয়ালেটে হাত দিয়ে দেখি কোন টাকা নেই। বাসা থেকে টাকা ভরতে ভুলে গেছি। কি লজ্জা।
.
ক্যামনে বলি এই কথা। পাশের যাত্রীরা শুনলেই বা কি মনে করবে। লজ্জা লজ্জা।
.
একটু আগেই দুই টাকার জন্য এক যাত্রীর সাথে প্রায় হাতাহাতি হয়ে গেছে। সেখানে আমার কাছে কোন নেই। আমাকেতো পুরা শূলে চড়াবে।
.
ভয়, লজ্জা মিশ্রিত কন্ঠে আস্তে আস্তে আস্তে বললাম, ভাই এটিএম বুথ থেকে টাকা তুলতে হবে। আমাকে একটু নামিয়ে দেন। পকেটে টাকা নেই।
.
সুপার ভাইজার এমন জোরে চিল্লায়ে বলল, কি কইলেন, কই যাইবেন?
.
যাত্রীদের চোখ তখন এদিকে।
.
ওরে বুঝে নাইরে। আমি উঠে গিয়ে বার্নারের উপরে বসলাম। যাত্রীরা যেন না শোনে, আস্তে আস্তে ড্রাইভারকে বললাম, ভাই আমার পকেটে টাকা নেই। একটু নামিয়ে দেন। বুথ থেকে টাকা তুলে পরের গাড়িতে আসব।
.
দেখি পিছু পিছু সুপার ভাইজার এসে সব শুনেছে। আমার হাত ধরে টেনে একটা হাসি দিয়ে বলে যানতো সিটে গিয়ে বসেন। ভাড়া লাগব না।
.
আহা, এমন মোলায়েম আপ্যায়ন সূচক হাসি কোন সুপারভাইজারের মুখে এই প্রথম দেখলাম। একটু আগেই দুই টাকার জন্য কি করল। আর এখন!!! নিজেকে এখন এই গাড়ির মেহমান মেহমান লাগছে।
.
পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরে একটা ভালো মানুষ আছে। সুযোগ পেলেই সেই মানুষটা বেড়িয়ে আসে। সুপারভাইজারের সেই ভালমানুষটা আজ দেখলাম।মনকে নাড়িয়ে দিয়ে গেলো....
Comments