বাংলার দাবিতে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন ‘ পাকিস্তানি ’ ধীরেন্দ্রনাথ
দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ তৈরি হবে নতুন সংবিধান৷ সেই লক্ষ্যেই চলছিল পাকিস্তান গণপরিষদের অধিবেশন৷ তাতে অংশ নিয়েছেন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক প্রতিনিধিরা৷ সেখানেই তৈরি হয়েছিল ইতিহাস৷
১৯৪৮ সালে অভূতপূর্ব ঘটনার সাক্ষী ছিল পাক গণপরিষদের অধিবেশন৷ সেখানে উপস্থিতি ছিলেন পূর্ব পাকিস্তানের অন্যতম প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত৷ তাঁরই বজ্রকন্ঠে ঘোষিত হয়েছিল বাংলার দাবি৷ চমকে গিয়েছিলেন খোদ কায়েদ এ আজম জিন্না সাহেব৷ শুরু হয়ে গেল বাংলার দাবিতে পাকিস্তানের মাটিতে প্রথম বিদ্রোহ৷
করাচি (তৎকালীন পাক রাজধানী) থেকে সেই বিদ্রোহের বার্তা ছড়িয়ে পড়েছিল পুরো পূর্ব পাকিস্তানের মাটিতে৷ যেখানে সংখ্যায় বেশি বাঙালিরা তথা বাংলাভাষীরা৷ তাঁরা মহম্মদ ইকবালকে যতটা না পড়েন-বোঝেন তার থেকে ঢেরগুণ বেশি আপ্লুত হন রবীন্দ্রনাথ-নজরুলে৷ নিমগ্ন থাকেন মাইকেল-জীবনানন্দে৷ অথচ সরকার চাইছে উর্দুর পাশাপাশি সরকারি ভাষার মর্যাদা পাক ইংরাজি৷
ধীরেন্দ্রনাথ দত্তের মতো পূর্ব পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এটা মেনে নিতে পারেননি৷ ফলে তিনি যখন বাংলাকে পাক গণপরিষদে অন্তর্ভুক্তির দাবি তুলেছিলেন কার্যত তখনই জন্ম নিয়েছিল ভাষা আন্দোলন৷ পরে সেই ধাক্কায় নড়ে গিয়েছিল করাচির কুর্সি আর রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি দেখে স্তম্ভিত হয়েছিল দুনিয়া৷
গান্ধী আদর্শে অনুপ্রাণিত ধীরেন্দ্রনাথ দত্ত এক অশ্রুত স্বাধীনতা সংগ্রামী৷ ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন৷ জেল খেটেছেন৷ পরে তিনিই নিয়েছিলেন পাকিস্তান তথা পূর্ব পাকিস্তানের নাগরিকত্ব৷ ১৮৮৬ সালের ২ নভেম্বর তৎকালীন বাংলা প্রদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম ধীরেন্দ্রনাথের৷ ১৯০৮ সালে কলকাতার রিপন কলেজ থেকে বি.এ এবং ১৯১০ সালে আইন পরীক্ষায় পাস করেন৷
ছাত্রাবস্থায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে (১৯০৫) যোগ দেন। ১৯১৯ সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে অংশগ্রহণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আহ্বানে অসহযোগ আন্দোলনে অংশ নেন। ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন বেশ কয়েকবার গ্রেফতার করা হয় তাঁকে৷ দেশভাগের পরে গান্ধীবাদী নেতা ধীরেন্দ্রনাথ ছিলেন পূর্ব পাকিস্তানের অন্যতম রাজনৈতিক প্রতিনিধি৷
Bangladesh never was created under religious law but it's really sad that we are constantly heading towards communalism
সুন্দর লেখা হয়েছে, ইতিহাস সম্পর্কে নতুন কিছু জান্তে পারলা।
Amader moner kotha bolechen dada thank you