ভগবান শ্রীকৃষ্ণ এর অমূল্য কিছু বানী জেনে নিন
- Just Another Bangladeshi
- Jul 31, 2018
- 1 min read
আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন বুদ্ধি পীড়ন হয় সেই সময় শ্রীকৃষ্ণ উবাচ্চ কিছু কথা

"সমুদ্র হোক অথবা সংসার!
যে ধর্মের নৌকা প্রস্তত করে।
সে ঠিকই পার হয়ে যায়"
"অতি পাপী ও অধার্মিক ব্যক্তিও যদি,
অনন্যচিত্ত হয়ে ইশ্বরের উপসনা করে।
তবে তিনি সাধুতে পরিনিত হোন।
তাই নিজেকে অধম ভাবিয়া বসিয়া
থাকার কোন আবশ্যকতা নেই"
"যে কূৃল অথবা বংশে কিংবা যে ব্যাক্তি
নারীদের উপর নিজের প্রভুত্ব করতে গিয়ে,
তাদের উপর নির্যাতন ও আঘাত করে।
তাদের বিনাশ অতি দ্রুতই ঘটে"
"যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়,
সে মূর্খের জগতে বাস করে। বরং
শ্রেষ্ঠত্বের আশা ছেড়ে উত্তম হও"
.
"যে নিজের কষ্টকে আপন করে,
সে দুর্বল হয়ে পড়ে। আর যে অপরের
কষ্ট ও সংসারের কষ্টকে আপন করে।
সে শক্তিশালী হয়ে উঠে"
"যার প্রাপ্তিতেও কোন মোহ নেই,
অপ্রাপ্তিতেও নেই হতাশা। তিনিই
জগতের সবচেয়ে জ্ঞানী ও সুখী ব্যাক্তি"
"ঈশ্বরকে সকল ভাবেই উপসনা করা যায়।
ভক্ত ঈশ্বরকে যেভাবে ডাকেন, ঈশ্বর
তাকে সেভাবেই সাড়া দেন"
"দিব্য কন্ঠে ঘোষনা করো,
ঈশ্বর ভক্তরা কখনই বিনষ্ট হয়না"
বানী সমগ্রঃ ভগবান শ্রীকৃষ্ণ
মহাভারত ও গীতা থেকে সংগ্রহ করা হয়েছে, তার বানীগুলো। তাই কারো কোন কিছু বলার থাকলে অথবা কোন বিষয় নিয়ে জানার থাকলে, তা কমেন্টে অথবা কমেন্ট করে জানাতে পারেন?
শ্রীকৃষ্ণের বাণী গুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।
জয় শ্রীকৃষ্ণের জয়।
শ্রীকৃষ্ণের বাণী গুলো শুনে সত্যি মনটা শান্তিতে ভরে গেল ।
ধন্যবাদ শ্রীকৃষ্ণের বাণী গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ।
খুবই ভালো লেগেছে শ্রীকৃষ্ণের বাণী গুলো পড়ে।