হেফাজতকে বলতে দিতে হবে
- Just Another Bangladeshi
- Nov 12, 2017
- 2 min read

গতকাল একজন নামকরা পলিটিক্যাল লিডারের লগে আরো অনেকের সাথে ইফতারির পরে উনি আমারে কইলেন, আপনার সব লেখাই পড়ি, আপনার বেশীরভাগ লেখার সাথেই আমি একমত, কিন্তু হেফাজতরে নিয়া আপনার স্ট্যান্ড আমি সাপোর্ট করতে পারিনা। আমি জিগাইলাম, হেফাজত নিয়া আমার স্ট্যান্ড কী? উনি কইলেন, এইযে হেফাজতরে আপনি সব বিষয়েই সাপোর্ট কইর্যা লেখেন। আমি কইলাম হেফাজতের সব বিষয়ে সাপোর্ট দিছি এইডা যে কইলেন কন তো হেফাজতের কী কী বিষয়ে সাপোর্ট দিছি? উনি কইলেন এই যে মুর্তি সরানোর বিষয়ে দিছেন। আমি কইলাম ওই থেমিস? উনি কইলেন, হু থেমিস। আমি কইলাম আর কী? উনি কইলেন এই এইটাই তো। আমি হাফ ছাইড়া বাচলাম। কইলাম আপনি কিন্তু কইছিলেন সব ব্যাপারে। ঠিক আছে, হেফাজত মুর্তি নিয়া কী কইছে? কইছে এইটা উপনিবেশিক, আর প্রশ্ন তুলছে, আমাগো ইতিহাস ঐতিহ্যে আর ধর্মে ন্যায়ের কি আর কোন প্রতীক নাই? এইটার উত্তর দেন তো। উনি কইলেন হেফাজত তো সব মুর্তির অপসারণ চাইছে। আমি কইলাম তাই নাকি? কে চাইছে? উনি কইলেন বাবুনাগরী চাইছেন। আমি কইলাম আচ্ছা বাবুনাগরী এইটা কবে চাইছেন আমারে দিয়েন দেখি আগে তারপরে আলাপ করি। পাইলেই পাঠাইয়েন। উনি মনে হয় বাবুনাগরীর সেই দাবীটা খুইজ্যা পান নাই এখনো।
যাই হোক, হেফাজত যা কয় বা কইতে চায় তার স্পেইস দিতে হইবো। হেফাজত সম্পর্কে আমার কওয়ায় কথাটা এইটাই। আর থেমিস সরানোর লাইগ্যা যে আর্গুমেন্ট হেফাজত দিছে সেইটা তো ন্যাশনালিস্টদের, লেফটদের দেয়ার কথা। তারা দেয় নাই কেন? তাদের কাছে কলোনিয়াল আইকন এতো প্রিয় হইলো কেন? হেফাজত যদি এমন কথা কয় যা আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষার সাথে মিলা যায় তাও আপনি শুধু হেফাজত কইছে জন্য তার বিরোধিতা করবেন? তাইলে তো আপনি প্রেজুডিস দিয়া চলেন, নিজের বুদ্ধি, বিবেক আর যুক্তি দিয়া চলেননা।
আমার হেফাজত এলার্জি নাই। এলার্জি না থাকাটা স্বাস্থ্যের লক্ষণ। কোন কিছুতে এলার্জি থাকাটাই অস্বাভাবিক।
আমার স্যেকুলারগো নিয়াও এলার্জি নাই। লেফটগো নিয়াও নাই। ওগো ডলা দেই পলিটিক্যাল কারণে এলার্জি থিকা না।
Commentaires